রোনালদোর মাইলফলকের দিনে পর্তুগালের জয়

প্রকাশ : ১২ অক্টোবর ২০১৯, ১২:৪০

২০২০ ইউরো বাছাইপর্বের ‘বি’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠে লুক্সেমবার্গকে খুব সহজেই হারিয়েছে স্বাগতিক পর্তুগাল। আর এই ম্যাচে এক গোল করে সর্বমোট ৭০০তম (স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা অনুযায়ী, তবে ফিফার হিসাবে এখনও ৬৯৯ গোল) গোলের নতুন এক মাইলফলকে পৌঁছালেন পর্তুগীজ প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো।

১১ অক্টোবর (শুক্রবার) রাতে স্টাডিও জোসে আলভালাডে স্টেডিয়ামে লুক্সেমবার্গকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগীজরা।

এদিন শুরুতেই স্বাগতিকদের লিড এনে দেন সিলভা। ম্যাচের ১৬ মিনিটেই জাল খুঁজে নেন তারা। এরপর মুহুর্মুহু আক্রমণে র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকা দলকে ব্যতিব্যস্ত রাখে পর্তুগাল। তবে প্রথমার্ধে আর গোলমুখ খুলতে পারেনি তারা। ১-০ গোল নিয়ে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে এসে আক্রমণের গতি সচল রাখেন ইউরো চ্যাম্পিয়নরা। এবার ব্যবধান দ্বিগুণ হয়। ম্যাচের ৬৫ মিনিটে নান্দনিক এক চিপে গোল করেন রোনাল্ডো। এ নিয়ে জাতীয় দলের জার্সিতে সবশেষ ৩ ম্যাচে ৬ গোল করলেন তিনি। দেশের হয়ে সিআরসেভেনের এখন গোল ৯৪টি। এবং সর্বমোট ৭০০ গোলের মাইলফলকে পা রাখলেন পর্তুগীজ তারকা।

বাকি সময়েও ক্ষুরধার আক্রমণ চালিয়ে যায় পর্তুগাল। যদিও তৃতীয় গোল পেতে শেষ পর্যন্ত তাদের অপেক্ষা করতে হয়। ম্যাচের ৮৯ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন গুয়েদেস।

৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে আছে পর্তুগাল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত