ঢাকায় পৌঁছেছে কাতার, খেলবে বাংলাদেশের বিপক্ষে

প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৯, ১৭:২৩

২০২২ বিশ্বকাপ ও এশিয়া কাপের যৌথ্য বাছা পর্বের ম্যাচে দ্বিতীয় ধাপে বাংলাদেশের বিপক্ষে খেলতে ঢাকায় এসেছে বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতার। যদিও স্বাগতিক হিসেবে বিশ্বকাপের মূল পর্বে থাকবে মধ্যপ্রাচ্যের দেশটি।

৮ অক্টোবর (মঙ্গলবার) রাত ২টায় ঢাকায় পৌঁছেছে ৫৭ সদস্যের কাতার ফুটবল দল।

আগামীকাল ১০ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে তারা।

তবে আজ ৯ অক্টোবর (বুধবার) সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে বিশ্বকাপের স্বাগতিক দলটি।

তবে সাধারণত ফিফা-এএফসির টুর্নামেন্টে তিনদিন আগে সফরকারী দলগুলো আসে। কাতার এসেছে মাত্র একদিন আগে। কাতার দলে বহর সংখ্যা ৫৭ জন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আসা কোনো ফুটবল দলে এত সংখ্যক কন্টিনজেন্ট আসেনি। তারা উঠেছে ঢাকার অন্যতম পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে।

আগামী ১১ অক্টোবর (শুক্রবার) সকালে বাংলাদেশ ত্যাগ করবে কাতার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত