পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে শ্রীলঙ্কা

প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৯, ১২:৩৮

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে সফরকারী শ্রীলঙ্কা।

৭ অক্টোবর (সোমবার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানকে ৩৫ রানে হারিয়েছে লঙ্কানরা।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে ভানুকা রাজাপাকসা’র অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান করে শ্রীলঙ্কা। 
দলের হয়ে ৪৮ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৭৭ রান করেন জাপাকসা। শিহান জয়সুরিয়ার ব্যাট থেকে আসে ৩৪ রান।

পাকিস্তানের ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ ও শাদাব খান ১টি করে উইকেট নেন।

১৮৩ রানে টার্গেটে ব্যাট করতে ১৯ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৭ রান করে পাকিস্তান। শুরু থেকেই লঙ্কানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি স্বাগতিক ব্যাটসম্যানরা। ইমাদ ওয়াসিম ছাড়া কোনো ব্যাটসম্যানই লড়াই করতে পারেনি। সর্বোচ্চ ৪৭ রান আসে তার ব্যাট থেকে। এছাড়া আসিফ আলী ২৯ ও সরফরাজ আহমেদ ২৬ রান করেন।

শ্রীলঙ্কার নুয়ান প্রদীপ ৪টি, হাসারাঙ্গা ডি সিলভা ৩টি, ইসুরু উদানা ২টি এবং কুসান রাজিথা ১টি উইকেট নেন।

অবশেষে লঙ্কানদের বিপক্ষে ৩৫ রানে হেরে সিরিজ হারায় স্বাগতিকরা।

হয়েছেন ম্যাচ সেরা হয়েছেন রাজাপাকসা।

আগামী ৯ অক্টোবর একই ভেন্যুতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত