ইংল্যান্ড ক্রিকেট দলের নতুন কোচ সিলভারউড

প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৯, ১১:১৩

নতুন কোচের নাম ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ড ক্রিকেট দলের নতুন কোচ ক্রিস সিলভারউড। ইংল্যান্ড দলের পরিবেশ অবশ্য ৪৪ বছর বয়সী সিলভারউডের জন্য নতুন কিছু নয়। গেল দুটি বছর ধরে তিনি বেইলিসের অধীনে দলের ফাস্ট বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। তার সময়েই ইংল্যান্ড দল বিশ্বমানের একটি পেস আক্রমণ গড়ে তুলেছে।

আসছে নভেম্বরে ইংল্যান্ড দল নিউজিল্যান্ড সফরে যাবে। সিরিজে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ ও দুটি টেস্ট খেলবে দলটি। এটাই হবে সিলভারউডের প্রথম অ্যাসাইনমেন্ট। ট্রেভর বেইলিসে কোনো সমস্যা ছিল না ইসিবির। তিনিই তো প্রথমবারের মতো ইংলিশদের বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসিয়েছেন। কিন্তু, বেইলিস নিজে আর চুক্তির মেয়ার বাড়াতে রাজি নন।

সিলভারউড ইংল্যান্ডেরই সাবেক ক্রিকেটার। ১৯৯৬ থেকে ২০০২ সালের মধ্যে তিনি জাতীয় দলের হয়ে ছয়টি টেস্ট ও সাতটি ওয়ানডে খেলেছেন। ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টে যোগ দেওয়ার আগে ২০১৭ সালে তিনি এসেক্সকে কাউন্টি চ্যাম্পিয়নশিপ জিতিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত