টানা অষ্টমবারে মতো এনসিএলের স্পন্সর ওয়ালটন

প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৯, ১৭:২৩

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) স্পন্সর হিসেবে টানা অষ্টমবারে মতো ওয়ালটনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিষ্ঠানটি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের এই আসরের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করবে। 

৭ অক্টোবর (সোমবার) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এনসিএলের স্পন্সরের নাম ঘোষণা করে বিসিবি। এসময় এনিসিএলের লোগো উন্মোচন করা হয়।

আগামী ১০ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে মাঠে গড়াবে এনসিএলএর ২১তম আসর।

আগামী তিন বছরের জন্য জাতীয় লিগে স্পন্সর হিসেবে থাকবে ওয়ালটন। লোগো উন্মোচনের সময় উপস্থিত ছিলেন বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ও ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম।

বিসিবি প্রধান নির্বাহী বলেন, ‘অনেক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নানা কর্মকাণ্ডের সঙ্গে ওয়ালটন জড়িত রয়েছে, বিশেষ করে স্পন্সরশিপ কর্মকাণ্ডের বিষয়ে। এই বছরও আমাদের জাতীয় ক্রিকেট লিগের স্পন্সর হিসেবে তারা থাকছে। বিসিবির পক্ষ থেকে আমি ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত