চোট কাটিয়ে ফিরেই জাপান ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৯, ১৬:৩২

চোট কাটিয়ে কোর্টে ফিরেই জাপান ওপেনের ফাইনালে অস্ট্রেলিয়ার জন মিলম্যানকে হারিয়ে ক্যারিয়ারের ৭৬তম শিরোপা জিতলেন নাম্বার ওয়ান সার্বিয়ান তারকার নোভাক জোকোভিচ।

আজ ৬ অক্টোবর (রবিবার) টোকিওতে মিলম্যানকে ৬-৩ ও ৬-২ সেটে হারিয়ে বছরের চতুর্থ শিরোপা নিজের করে নিয়েছেন ৩২ বছর বয়সী সার্বিয়ান তারকা জোকোভিচ।

এদিন ৩০ বছর বয়সী ৮০তম বাছাই মিলম্যানকে হারাতে জোকোভিচ সময় নিয়েছেন মাত্র ৭০ মিনিট। পুরো টুর্নামেন্টে একটি সেটও হারেননি সার্বিয়ান তারকা।

গত সেপ্টেম্বরে ইউএস ওপেনে কাঁধে চোট পাওয়ায় টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন জোকোভিচ। এবার জাপান ওপেন দিয়েই প্রত্যাবর্তন ঘটে তার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত