কনোলির জোড়া গোলেই টটেনহ্যামকে হারিয়েছে ব্রাইটন

প্রকাশ | ০৬ অক্টোবর ২০১৯, ১২:৩৪ | আপডেট: ০৬ অক্টোবর ২০১৯, ১২:৩৭

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে অ্যারন কনোলির জোড়া গোলে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে স্বাগতিক ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন।

৫ অক্টোবর (শনিবার) ফেলমার স্টেডিয়ামে টটেনহ্যামকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাইটন।

টটেনহামের বিপক্ষ গত চার সাক্ষাতে একবারও জয় পায়নি ব্রাইটন। তবে এবার ঘরের মাঠে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যদের বড় দুঃস্বপ্ন উপহার দিল তারা।

এদিন ম্যাচ শুরুর তৃতীয় মিনিটে ফ্রান্সের বিশ্বকাপজয়ী গোলরক্ষক হুগো লরিসের ভুলে পিছিয়ে পড়ে স্পার্সরা। হেড থেকে স্বাগতিকদের এগিয়ে দেন নিল মপে। গোল শোধে মরিয়া হ্যারি কেন-সং হিয়ুং মিনরা বেশ কয়েকবার আক্রমণ চালায় ব্রাইটনের শিবিরে। কিন্তু উল্টো ৩২ মিনিটে অ্যারন কনোলির গোলে আরেকবার পিছিয়ে পড়ে টটেনহাম। ২-০ গোল নিয়ে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে এসে আক্রমণের ধার বাড়ালেও ব্রাইটনের রক্ষণভাগ ভাঙতে পারেনি পচেত্তিনোর দল। কেবল তাই নয়, স্বাগতিকরাও মুহুর্মূহু আক্রমণ করে ব্যতিব্যস্ত রাখে স্পার্সদের রক্ষণভাগ। তবে প্রিমিয়ার লিগে অভিষেকেই ৬৫ মিনিটে জোড়া গোল করেন কনোলি। শেষ পযর্ন্ত ৩-০ গোলের ব্যবধান ধরে রেখে জয় তুলে নেয় ব্রাইটন। 

এই হারে ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৮ম স্থানে আছে টটেনহ্যাম। আর সমান ম্যাচে খেলে ৯ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে ব্রাইটন।