পাকিস্তান-শ্রীলংকার ম্যাচ ঘিরে জারি হয়েছে হাইঅ্যালার্ট

প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৯, ১৬:৪৫

পাকিস্তান-শ্রীলংকার মধ্যকার তিন ওয়ানডে সিরিজের পর আর থেকে শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে পাকিস্তান। শহরে জারি করা হয়েছে হাইঅ্যালার্ট।

আজ ৫ অক্টোবর (শনিবার) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দু’দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। বাকি ম্যাচ দুটি হবে আগামী সাত ও নয় অক্টোবর।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন জানায়, ‘গাদ্দাফি স্টেডিয়ামের চারপাশে খেলোয়ার ও দর্শকদের নিরাপত্তা দেয়ার জন্য বিপুল সংখ্যক সেনাবাহিনী ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছে সেনাবাহিনী। খেলতে আসা দলের যাতায়াতের সার্বিক দায়িত্বে থাকবে সেনাবাহিনী ‘

গতকাল শুক্রবার রাতে দেশটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, স্টেডিয়ামটি রেঞ্জার ও কমান্ডাদের দিয়ে নিরাপত্তার চাদরে ঢাকা হবে। এতে পুলিশ ও সেনাবাহিনী থাকবে।

এর আগে সফরকারি শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে সিরিজটি নিজেদের করে নিয়েছে স্বাগতিক পাকিস্তান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত