আফগানদের প্রধান কোচ ল্যান্স ক্লুজনার

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১১

গত বিশ্বকাপের পরপরই ক্যারিবীয় কোচ ফিল সিমন্সের সঙ্গে আফগানিস্তানের চুক্তি শেষ হয়। এরপরই নতুন কোচ খুঁজতে থাকে তারা। যদিও এখন পর্যন্ত ভারপ্রাপ্ত কোচের অধীনেই বেশ দাপট দেখিয়েছে রশিদ খানরা। তবে এবার নতুন কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারকে নিয়োগ দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

প্রায় ৫০ প্রার্থীকে বাছাই করে দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ল্যান্স ক্লুজনার। আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়েই রশিদ খানদের কোচ হিসেবে অভিষেক ঘটবে পোট্রিয়ার সাবেক এই অলরাউন্ডারের।

আফগান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী লুৎফুল্লা স্টানিকজাই বলেছেন, ‘বিশ্ব ক্রিকেটে ক্লুজনার খুবই বড় নাম। ব্যাটে-বলে সমান দক্ষ তিনি। তার খেলোয়াড়ি এবং কোচিং ক্যারিয়ার থেকে আমাদের ক্রিকেটাররা অবশ্যই অনেক কিছু শিখবে।’

নতুন দায়িত্ব পেয়ে ক্লুজনার বলেন, ‘আমি রশিদ খানদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’

ক্লুজনার আরো বলেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত এবং সম্মানিত বোধ করছি। বর্তমান ক্রিকেটের সবচেয়ে প্রতিভাবান কিছু ক্রিকেটার রয়েছে আফগান দলে। তাদেরকে নিয়ে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমি বিশ্বাস করি,ভালো পরিকল্পনা করে আগালে আফগানিস্তান দলকে বিশ্বের সেরা দলের কাতারে আনা সম্ভব।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত