আঠারো পার না হওয়া ছেলেদের সাফ ফাইনালে বাংলাদেশ-ভারত

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৭

ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবলে এবারের আসরে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। প্রতীক্ষা ছিল বাংলাদেশ ফাইনালে কাকে পাচ্ছে প্রতিপক্ষ হিসেবে তা জানার। 

দ্বিতীয় সেমিফাইনালে মালদ্বীপকে একই ব্যবধানে হারিয়ে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ এখন ভারত। রবিবার শিরোপা ঘরে তুলতে দুই দল মাঠে নামবে।

নেপালে অনুষ্ঠিত হওয়া এই আসরে একই গ্রুপেই ছিল বাংলাদেশ ও ভারত। গ্রুপ পর্বের মুখোমুখিতে কেউ পারেনি কাউকে হারাতে। গ্রুপ রাউন্ড শেষে দেখা গেল দুই দলই সমানে সমান। ম্যাচ জেতাতেও সমান। গোল দেওয়া বা হজম করাতেও দুই দল কেউ কাউকে হারাতে পারেনি। ফলে কে হবে গ্রুপ সেরা তা জানতে নেওয়া হয় লটারীর আশ্রয়। সেখানে ভাগ্যের কাছে হেরে যায় বাংলাদেশ। 

তাতে কি? বাংলাদেশ গ্রুপে রানার্সআপ হয়েও ঠিকই উঠেছে টুর্নামেন্টের ফাইনালে। আর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ সেই ভারতই।

এই যখন অবস্থা তখন ফাইনালের উত্তেজনা যে কোনো অংশে বড় বড় টুর্নামেন্টের চেয়ে কম হবে না তা চোখ বুজেই বলে দেওয়া যায়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত