সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৬

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে সেমিফাইনল নিশ্চিত করেছিল বাংলাদেশ যুবারা। আর এই সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে স্বাগতিক ভুটানকে পেয়েছে বাংলাদেশ।

২৫ সেপ্টেম্বর (বুধবার) নেপালের কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারায় ভারত। গ্রুপের ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট, গোল সমান হওয়ায় প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ড্রয়ের পর ভারত গ্রুপ সেরা ও বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হয়।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের মতো বাংলাদেশও ৩-০ ব্যবধানে জিতেছিল।

আগামী ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) ‘এ’ গ্রুপের সেরা ভুটানের বিপক্ষে প্রথম সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। একই দিন দ্বিতীয় সেমিতে ‘এ’ গ্রুপের রানার্সআপ মালদ্বীপের বিপক্ষে লড়বে ভারত।

যুব এই টুর্নামেন্টে এর আগে দু’বারের দেখায় ভুটানকে হারিয়েছিল বাংলাদেশ। ২০১৭ সালে রানার্সআপ হওয়ার পথে ৩-০ ব্যবধানে জিতেছিল লাল-সবুজের তরুণরা। আর ২০১৫ সালের প্রথম আসরে গ্রুপ পর্বে ২-০ গোলে জয় লাভ করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত