লিটন ভালো ফিল্ডার, উইকেটের পেছনেই থকছেন মুশফিক: ডমিঙ্গো

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৬

বাংলাদেশের প্রধান কোচ রাসেল ক্রেইগ ডমিঙ্গো বলেন, ‘লিটন ভালো ফিল্ডার। তাই তাকে উইকেটের পেছনে দায়িত্ব দেয়া হচ্ছে না। মুশফিকই থাকছেন উইকেটের পিছনে।’

২৩ সেপ্টেম্বর (সোমবার) ফাইনালের আগে অনুশীলনে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এই অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন বাংলাদেশের প্রধান কোচ।

ডমিঙ্গো বলেন, ‘লিটন ফিল্ডিংয়ে দুর্দান্ত। মুশফিকের তুলনায় সে ভালো। মাঠে কিছু দারুণ ফিল্ডার থাকা সব সময় দলের জন্য বিশেষ কিছু। তারা অন্তত ৫-৬ রান সেভ করে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে আফিফ, শান্ত, লিটনরা অনেক কার্যকরী। দারুণ ফিল্ডিং করে তারা। মূলত এ কারণেই লিটনকে কিপিং করানো হচ্ছে না।’

ডমিঙ্গো আরো বলেন, ‘সর্বোপরি, মুশফিকের উইকেটকিপিং নিয়ে আমি সন্তুষ্ট। সে হয়তো আগের ম্যাচে ২-১টি বল ছেড়েছে। তবে উইকেটের পেছনে নিজের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করছে ও। অভিজ্ঞ হওয়ার কারণে নানাভাবে অধিনায়ককে সহায়তা করতে পারে মুশি। কারণ, সে সেখান থেকে অনেক কিছু দেখতে পায়। এসব আমাদের জন্য বাড়তি সুবিধা।’

শিরোপা নির্ধারণী ম্যাচের আগে সোমবার কিপিংয়ে ঘাম ঝরিয়েছেন মুশফিক। অনুশীলন রানিং, ব্যাটিং আর ক্যাচিং নিয়ে ব্যস্ত ছিলেন সতীর্থরা। সেখানে মূল উইকেটের পাশের উইকেটে ছায়া অনুশীলন করেছেন তিনি।

প্রসঙ্গত, 'উইকেটরক্ষক' মুশফিকুর রহিমকে নিয়ে সমালোচনা ছিলই। সাম্প্রতিক সময়ে তা আরও মাথাচাড়া দিয়ে উঠেছে। ইংল্যান্ড বিশ্বকাপ, শ্রীলংকা সিরিজের পর চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও উইকেটের পেছনে নড়বড়ে দেখা গেছে তাকে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও বেশ কয়েকটি ভুল করেন তিনি।

তবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে মুশফিককে নিয়ে এসব কথা বলে সমালোচনা উড়িয়ে দিলেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ক্রেইগ ডমিঙ্গো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত