কখনোই বলিনি রশিদ খানকে ভয় পাই: মোসাদ্দেক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৮

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে সাকিব আল হাসানের দুর্দান্ত ইনিংসে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। এই ম্যাচ শেষে বাংলাদেশ জাতীয় দলের তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত বলেছেন, ‘রশিদ খানকে ভয় পাওয়ার কিছু নেই।’

২১ সেপ্টেম্বর (শনিবার) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচ শেষে সাংবাদিকদের একথা বলেন এই তরুন অলরাউন্ডার।

মোসাদ্দেক হোসেন বলেন, ‘আমরা রশিদ খানকে ভয় পাই এ কথা কখনোই বলিনি। এখানে ভয় পাওয়ার কিছু নেই। রশিদ খান চোট পেয়েছিল, দ্বিতীয় বলে কিন্তু উইকেটও নিয়েছে। হয়ত ইঞ্জুরিতে না পরলে আরেকটু ভালো বোলিং করতে পারত।’

তিনি বলেন, ‘আসলে বোলিংয়ে ৪-৫ ওভার যাওয়ার পর বুঝলাম এটা চট্টগ্রামের সহজাত উইকেটের মতো নয়। উইকেটে স্পিন গ্রিপ করছিল। রান করা কঠিন ছিল। ব্যাটিং করছিলাম তখন বুঝছিলাম যে রান করা আরও কঠিন।’

এই ইনিংসের শেষ দিকে বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার রশিদ খানকে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ১৮ রান আদায় করে নেন সাকিব-মোসাদ্দেক।

ম্যাচ শেষে রশিদ খানের বোলিংয়ে আক্রমণাত্মক ব্যাটিং করা নিয়ে মোসাদ্দেক বলেন, ‘আসলে এটা ক্রিকেট খেলা। একটা ওভারে আমাদের চড়াও হতেই হত। তাই আমরাও রানের দিকে চোখ রেখেছি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত