এসি মিলানকে হারিয়ে শীর্ষে ইন্টার মিলান

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪০

ইতালিয়ান সিরি আ’ লিগে বেলজিয়াম তারকা রোমেলু লুকাকুর শেষ মুহুর্তের গোলে এসি মিলানকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে ইন্টার মিলান।

২১ সেপ্টেম্বর (শনিবার) দিনগত রাতে সান সিরো স্টেডিয়ামে এসি মিলানকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান।

এদিন ম্যাচের ২৩ মিনিটের মাথায় গোলের দেখা পেয়েছিল এসি মিলান। কিন্তু তার আগেই বল সতীর্থ ফ্রাঙ্ক কেসির হাতে লাগায় গোলটি বাতিল হয়। ৩৫ মিনেটে আর্জেন্টাইন লাউতারো মার্তিনেজের গোল অফ সাইডের কারণে বাতিল হয়। পরে গোল শূন্য নিয়ে প্রথমার্ধ শেষ করে দু’দল।

বিরতি থেকে ফিরে এসে গোলের দেখা পায় ইন্টার মিলান। ম্যাচের ৪৯ মিনিটে মার্সেলো ব্রোজোভিচের গোলে এগিয়ে যায় ইন্টার। পরে ম্যাচের ৭৮ মিনিটে বেরিলার ক্রস থেকে হেড দিয়ে দ্বিতীয় গোলটি করেন বেলজিয়ামের রোমেলু লুকাকু। এরপর আর ম্যাচ ফিরতে পারেনি এসি মিলান। অবশেষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিলান।

এই জয়ে ৪ ম্যাচের পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থানটা ধরে রেখেছে ইন্টার মিলান। আর সমান ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত