ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ কিশোররা

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৭

কাতারে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে হারিয়েছে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী কাতারের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

২০ সেপ্টেম্বর (শুক্রবার) ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে টাইগাররা। একটি করে গোল করেছেন সাইফুল সাঈদ ও মঈন উদ্দিন। অন্য গোলটি আত্মঘাতী।

এদিন ৩-৪-৩ ফরমেশনে বাংলাদেশের ডান প্রান্তে সাজেদ হাসান ও সুমন ছিল অপ্রতিরোধ্য। দ্রুত গতির এই দুই ফুটবলারের কাছে বারবার পরাস্ত হয়েছে ভুটানের রক্ষণভাগ। ভুটানের গোলের তালা খোলা গিয়েছে ডান প্রান্ত থেকে সুমনের এক মাপা ক্রসেই। প্রথমার্ধের যোগ করা সময়ে সুমনের ক্রসে দূরের পোস্ট থেকে হেড করে বল জালে জড়িয়েছেন সাইফুল। ১-০ গোল নিয়ে বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধে ফিরে এসে আক্রমণাত্মক হয়ে উঠে বাংলাদেশ। ৫১ মিনিটে আত্মাঘাতী গোলে ২-০। বাংলাদেশের ফরোয়ার্ডদের চাপে পড়েই বল ক্লিয়ার করতে গিয়ে জালে জড়িয়ে দেয় ভুটান। পরের মিনিটেই মঈনের দুর্দান্ত গোলে ৩-০। একটি এরিয়াল থ্রুতে ভুটান রক্ষণভাগকে গতিতে পেছনে ফেলে বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষককে ঘোল খাইয়ে গোলটি করেছেন মঈন।

এই জয়ে গ্রুপ ‘এফ’ তে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বর বাংলাদেশ।

আগামী ২২ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইয়েমেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত