জিম্বাবুয়েকে ১৭৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৬ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:১১

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে ওঠার ম্যাচে সফরকারি জিম্বাবুয়েকে ১৭৬ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

আজ ১৮ সেপ্টেম্বর (বুধবার) বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হয়েছে দু’দল।

এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে একমাত্র ফিফটি করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৪০ বলে ১ চার ৫ ছক্কায় ৬২ রান করে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরেন মাহমুদউল্লাহ। এর আগে ২২ বলে ৪ চার ২ ছক্কায় ৩৮ রান করে আউট হন ওপেনার লিটন দাস। এবং ২৬ বলে ৩ চার ১ ছক্কায় ৩২ রান করে ফিরেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম।

জিম্বাবুয়ের হয়ে জার্ভিস ৩টি, ক্রিস এমপুফু ২টি এবং বার্ল ও মুটোমবোজি ১টি করে উইকেট নেন।

স্বাগতিকদের দেয়া ১৭৬ রানের লক্ষ্য তারা করতে নামবে সফরকারিরা।

বাংলাদেশ একাদশ:
লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আমিনুল বিপ্লব, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ে:
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রেন্ডন টেইলর, রিচমন্ড মুতুমবামি, শেন উইলিয়ামস, টিনোটেন্ডা মুতোমবোদজি, রায়ান বার্ল, রেগিস চাকাবা, নেভিল মাদজিভা, কাইল জারভিস, এইনসলে এনদলোভু ও ক্রিস্টোফার এমপোফু।