বাংলাদেশের সম্ভাব্য একাদশ, জিতলেই ফাইনাল

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১৭

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের প্রথম ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেও দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ধরাশায়ী হয়েছে স্বাগতিক বাংলাদেশ। তবে আজ তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেই ফাইনাল সিরিজের ফাইনাল খেলবে টাইগাররা। তাই আজ জিম্বাবুয়ের বিপক্ষে সম্ভাব্য একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ ১৮ সেপ্টেম্বর (বুধবার) বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল।

আজ স্কোয়াডে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। প্রথম ধাপে বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। তার জায়গায় নেয়া হয়েছে তরুণ ওপেনার নাঈম শেখকে। আজই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে যেতে পারে নাঈমের।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ:
লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত