নেইমারের বাই সাইকেল গোলে শীর্ষে পিএসজি (ভিডিও)

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৬

ফ্রেঞ্চ লিগ ওয়ানে ঘরের মাঠে ম্যাচের শেষ মুহুর্তে নেইমারের একমাত্র বাই সাইকেল কিকের গোলে স্ট্রাসবুর্গকে হারিয়ে জয় পেয়েছে প্যারিশ সেন্ট জার্মেই (পিএসজি)।

১৪ সেপ্টেম্বর (শনিবার) পার্ক দো প্রিন্সেসে স্ট্রাসবুর্গকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি।

যদিও এর আগে দলটি ৪ ম্যাচ খেলে ফেললেও শনিবার রাতে চলতি মৌসুমে প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন নেইমার। ম্যাচজুড়ে সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে। যদিও শেষ পর্যন্ত দুর্দান্ত এক গোল উপহার দিয়ে জানিয়ে আবারও জাত চেনালেন সাম্বা ফরোয়ার্ড।

এদিন শুরু থেকেই স্ট্রাসবুর্গকে চাপের মধ্যে রাখে পিএসজি। সারা ম্যাচ জুড়ে কোনো দলই গোল করতে পরে নি। অবশেষে অতিরিক্ত সময়ের (৯০+২) অসাধারণ বাই সাইকেল কিকে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। অর্থাৎ এই ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রেঞ্চ লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

তবে ম্যাচের শেষে এসে ২৭ বছর বয়সী ফরোয়ার্ডের এই বাই সাইকেল কিকের গোল দেখে অনেকেই তালি দিয়েছেন। অন্যদিকে গোল করার পরও অনেকেই দুয়ো দিয়েছেন নেইমারকে।

ম্যাচ শেষে ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি আগেই জানতাম আমার জন্য এটা কঠিন হবে, তারা (দর্শক) যদি আমার জন্য চিৎকার করতে চায়, সেটা তাদের ইচ্ছা।’

নেইমার আরো বলেন, ‘আমার মনে হয়ে আমার দিকে তাদের মনোযোগ দেয়া ঠিক হবে না। কারণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দল। এখন থেকে আমি ঘরের মাঠেও প্রতিপক্ষ হিসেবেই খেলব।’

এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে পিএসজি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত