সাকিব আমাদের জন্য ওয়ান অব দ্য বেস্ট লিডার: সুজন

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৩

বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘পারফরম্যান্সের জন্য যদি সাকিব অধিনায়কত্ব ছাড়তে চায় তাহলে অবশ্যই এটা ভাববার মতো ব্যাপার। সাকিব যদি না চায়, অধিনায়কত্ব উপভোগ না করে, তাহলে অবশ্যই বিসিবিকে এ বিষয় নিয়ে ভাবতে হবে।’

১৪ সেপ্টেম্বর (শনিবার) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।

সুজন বলেন, ‘সাকিব আমাদের জন্য ওয়ান অব দ্য বেস্ট লিডার। তবে সাকিব নিজে যদি অধিনায়কত্ব করতে না চায়, তাহলে তো প্রশ্ন আসছেই। ও যেটা বলল- অধিনায়ক না থাকলে ওর পারফর্ম করা আরও সুবিধাজনক হবে। আমরা তো চাইব সাকিব নিজের সেরাটা খেলুক। বিশ্বকাপে আমাদের পারফরম্যান্সে অনেকটা সাকিবের একারই অবদান।’

সুজন আরো বলেন, ‘আপনারা বলতে পারেন অধিনায়ক হওয়ার মতো আমাদের হাতে তেমন কেউ নেই। এই কথাও আমি বিশ্বাস করি না। কাউকে অধিনায়কত্ব দিয়ে তো দেখতে হবে সে যোগ্য কি না। জাতীয় দলে তো সাকিব ছাড়াও আরও দশজন খেলোয়াড় খেলে। আমাদের তো কাউকে বেছে নিতে হবে। যদি মনে হয় তিন ফরম্যাটে তিন অধিনায়ক দরকার তাহলে সেটাই করা উচিত।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত