আর্চার এশিয়া কাপে রোমানের স্বর্ণ জয়

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪০

এশিয়া কাপ-২০১৯ আর্চারি ওয়ার্ল্ড র‌্যাংকিং স্টেজ-৩ টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ এককের ফাইনালে চীনের শি হেংকিকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে দেশসেরা তীরন্দাজ রোমান সানা। এর আগে গত জুনে বিশ্ব আর্চারির ব্রোঞ্জপদক জিতে দেশের দ্বিতীয় ক্রীড়াবিদ হিসেবে ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি অংশ নেয়ার যোগ্যতা অর্জন করেছেন দেশসেরা এই আর্চারি।

১৩ সেপ্টেম্বর (শুক্রবার) ফিলিপাইনের ক্লার্ক সিটিতে চীনের শি হেংকিককে ৭-৩ সেট পয়েন্টের ব্যবধানে হারিয়েছেন রোমান।

সামাজিক যোগাযোগের মাধ্যমে থাইল্যান্ড থেকে রোমান বলেন, ‘খুব ভালো লাগছে। ভাষায় প্রকাশ করার মতো নয়।’ শুধু স্বর্ণপদকই নয়, তার হাত ধরে এসেছে আরও দুটি পদক। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে রোমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেলের সমন্বয়ে বাংলাদেশ দল ফাইনালে চীনের কাছে ৫-৩ সেট পয়েন্টে হেরে রুপা জেতে। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বিউটিকে সঙ্গে নিয়ে ৫-১ সেটে চাইনিজ তাইপেকে হারিয়ে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ।

২০১৪ সালে থাইল্যান্ডে এশিয়ান আর্চারি গ্রাঁপ্রিঁ, ২০১৭ সালে কিরগিজস্তানে আন্তর্জাতিক আরচারিতে এবং গত বছর ঢাকায় আইএসএসএফ আন্তর্জাতিক সলিডারিটি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জেতেন রোমান সানা।

২০১১ সালে ঢাকায় এশিয়ান ইয়ুথ আরচারি চ্যাম্পিয়নশিপ রুপা জিতেছিলেন তিনি। তবে রোমান সানার বড় অর্জন এ বছরের জুনে নেদারল্যান্ডসে বিশ্বকাপ আরচারিতে ব্রোঞ্জপদক জয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত