অবসর ভেঙে আবারো ফুটবলে রোনালদিনহো

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৩

২০১৮ সালে ফুটবল থেকে অবসর নিয়েছিলেন ২০০২ সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। সেই অবসর ভেঙে আবারো দলে ফিরছেন দু’বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। এই কিংবদন্তি নিজেই খরবটি জানিয়েছেন।

আগামী ১৭ অক্টোবর বোগোটায় কলম্বিয়ার ক্লাব ইন্দিপেন্দিয়েন্তে সান্তে ফে’র জার্সিতে একটি প্রীতি ম্যাচে মাঠে নামবেন রোনালদিনহো। সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে সান্তা ফে। পরে ৩৯ বছর বয়সী সাবেক তারকা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ম্যাচের বাকি প্রতিপক্ষের নাম এখনও জানা যায়নি।

প্রথম প্রীতি ম্যাচ মাঠে গড়ানোর ৩ দিন পর আমেরিকা ও দেপোর্তিভো কালি’র মধ্যকার কলম্বিয়ান ডার্বিতেও খেলবেন রোনালদিনহো।

এদিকে ঘোষণা সত্ত্বেও রোনালদিনহোর কলম্বিয়া সফর অনিশ্চয়তার মেঘে ঢাকা পড়েছে। কারণ, ২০১৫ সালের এক মামলায় বিশাল অঙ্কের জরিমানার মুখে পড়েছেন তিনি। আর জরিমানার অর্থ পরিশোধ করতে না পারায় তার ব্রাজিল ছাড়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রাজিলের সুপ্রিম কোর্ট।

যথাযথ অনুমতি না নিয়েই দক্ষিণ ব্রাজিলের গুয়াইবা নদী সংলগ্ন স্থানে একটি ‘ফিশিং প্ল্যাটফর্ম’ নির্মাণ করেছিলেন রোনালদিনহো ও তার ভাই রবার্তো অ্যাসিস। জায়গাটি সংরক্ষিত অঞ্চলের অন্তর্ভুক্ত হওয়ায় দুজনকে মোট ২.৩ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করা হয়।