নেইমার বিশ্বের সেরা একজন ফুটবলার: মেসি

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৩

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তকে লিওনেল মেসি বলেন, ‘নেইমার ফিরলে ভালো হতো। সত্যি বলতে আমি ঠিক জানি না তাঁকে ফেরাতে বার্সা সম্ভাব্য সব রকম চেষ্টাই করেছে কি না। এটাও সত্য, পিএসজির সঙ্গে চুক্তিও সহজ না।’

এবার দলবদলের মৌসুমে সবচেয়ে আলোচিত বিষয় নেইমার পিএসজি ছেড়ে বার্সায় আসতে মরিয়া ছিলেন। বার্সাও তাঁকে কেনার চেষ্টা করেছে। আর তাঁকে কিনতে সম্ভাব্য সবকিছু করতে বার্সার বোর্ডকে তাগিদ দিয়েছিলেন ক্লাবটির সিনিয়র খেলোয়াড়েরা। কিন্তু শেষ পর্যন্ত নেইমারকে নিয়ে বার্সা-পিএসজি চুক্তি আলোর মুখ দেখেনি। ব্রাজিলিয়ান তারকাকে ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় মেসি যে বার্সার ওপর হতাশ ব্যাপারটা ঠিক তা নয়। তবে বার্সার চেষ্টার আরও জায়গা ছিল বলেও মনে করেন আর্জেন্টাইন তারকা।

মেসি বলেন, ‘স্পোর্টিং লেভেল থেকে যদি বলি, নেইমার বিশ্বের সেরা একজন ফুটবলার। তাকে ঘিরে একটি ক্লাবের ইমেজ স্বত্ব ও স্পন্সরের বিষয়গুলোও জড়িয়ে থাকে। তবে নেইমারকে কিনতে আমি কখনো সরাসরি কিছু বলিনি। এর আগে আমি নিজের কিছু মতামত দিয়েছিলাম মাত্র।’

মেসি আরো বলেন, ‘নেইমার ফিরে না আসায় আমি হতাশ নই। আমাদের অসাধারণ একটি স্কোয়াড রয়েছে। যারা সবকিছুর জন্য প্রতিযোগিতা করতে পারে, এমনকি নেইমারকে ছাড়াও।’

এদিকে মেসি সঙ্গে বার্সার বর্তমান যে চুক্তি রয়েছে তাতে এই মৌসুম শেষেই তিনি ক্লাব ছাড়তে পারবেন। ফলে গুঞ্জন উঠেছে আর্জেন্টাইন তারকা কি কাতালানদের হয়ে আর খেলবেন কিনা। তবে এমন প্রশ্নকে উড়িয়ে দিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। তিনি বলেন, ‘এটা আমার ঘর এবং আমি এখান থেকে চলে যেতে চাই না। আমি এই দলের হয়ে জিততে চাই।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত