বিপিএলে খেলোয়াড় উন্নয়নে আসবে, ব্যবসার জন্য নয়: পাপন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২২:১১

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমরা চাই বিপিএলে যারা আসবে দেশের খেলার উন্নয়নে, খেলোয়াড় উন্নয়নে আসবে। ব্যবসা করা জন্য নয়।’

১১ সেপ্টেম্বর (বুধবার) মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপ কালে একথা বলেন নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, ‘লাভের ভাগ দেওয়া সম্ভব নয়। আমাদের ৮০ কোটি টাকা দেওয়া হোক, ৪০ কোটি টাকা দিয়ে দেব। ৮ কোটি টাকা নেওয়া হতো ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে। আমরা ১ কোটি দিয়েছি। ৭ কোটি তো ছেড়েই দিয়েছি। আর কী চায় ওরা?’

এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বসেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। বৈঠকে ভারতের আইপিএলের মতো বিপিএলের বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি লাভের অংশ চেয়েছিল। কিন্তু লভাংশের ভাগ ফ্রাঞ্চাইজিদের দিতে চায় না বিসিবি।

এক প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলোর লোকসানই যদি হয় তাহলে ৮০ লাখ টাকার খেলোয়াড়কে ৪ কোটি টাকা দিয়ে কিনে নিত না! লোকসান হলে এত দাম দিয়ে কেউ নিত না। ওরা আরও বেশি লাভ করতে চায়।’

বিসিবি সভাপতি বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলো যে দাবি-দাওয়া তুলেছে সেটি কোনোভাবেই এই সংক্ষিপ্ত সময়ে মানা সম্ভব নয়। সেগুলো বিপিএলের মূল নিয়মের সঙ্গে সাংঘর্ষিক।’

তিনি বলেন, ‘আপনারা জানেন এ বছর বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে বিপিএল তার নামে উৎসর্গ করা হবে।’

পাপন আরও বলেন, ‘আগের আসরের মতো সব দলই থাকবে। সব দলের খেলোয়াড়দের হোটেলে থাকা-খাওয়া-যাতায়াতসহ সব খরচ বিসিবি বহন করবে। তবে কোনো ফ্রাঞ্চাইজি থাকছে না।’

বিসিবির কাছে লভ্যাংশের ভাগ চাওয়ায় ফ্রাঞ্চাইজিদের বাদ রেখে এ বছর নিজ অর্থায়নে বিপিএল আয়োজন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত