প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছে বিসিবি একাদশ

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৪

আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর (শুক্রবার)। তার আগে আজ জিম্ববুয়ের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলেছে স্বাগতিক বাংলাদেশ। এই প্রস্তুতি ম্যাচে স্বাগতিকদের হারিয়ে জয় পেয়েছে আইসিসির সদস্য পদ স্থগিত হওয়া জিম্বাবুয়ে।

১১ সেপ্টেম্বর (বুধবার) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে সফরকারিরা।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৪২ রান করে বিসিবি একাদশ। আজ কোনও ব্যাটসম্যান তেমন ভালো করতে পারেননি। সাব্বির রহমান ৩১ বলে করেন সর্বোচ্চ ৩০ রান। এছাড়া মুশফিকুর রহিম ২৬, মোহাম্মদ নাঈম শেখ ২৩, সাইফ হাসান ২১ ও আফিফ হোসের করেন ১০ রান।

জিম্বাবুয়ের হয়ে শেন উইলিয়ামস ৩টি উইকেট নেন, নেভিল মাদজিভা দুটি উইকেট শিকার করেন এবং কাইল জার্ভিস ও টেন্ডাই চাতারা নেন একটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ব্র্যান্ডন টেইলরের অর্ধশতকে মাত্র ৩ উইকেট হারিয়েই লক্ষে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

টেইলর ৫৭ ও মারুমা ৪৬ রানে অপরাজিত থাকেন। এছাড়া মাসাকাদজা করেন ৩১ রান।

বিসিবি একাদশের পক্ষে একাই তিনটটি উইকেটই নেন আফিফ হোসেন।

সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে
১৪২/৭ (২০ ওভার)
বিসিবি একাদশ
১৪৪/৩ (১৭.২ ওভার)
জিম্বাবুয়ে ৭ উইকেটে জয়ী