প্রথমবারের মতো আন্তর্জাতিক জয় পেল নারী হকি দল

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩০

অনূর্ধ্ব-২১ নারী এশিয়া কাপ হকি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে নারী হকি দলের প্রথম আন্তর্জাতিক জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।

১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) সিঙ্গাপুরের সেংক্যাং স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েছে টাইগ্রেসরা। এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে ০-৩ গোলে হারেছিল লাল-সবুজের মেয়েরা।

প্রথম কোয়ার্টারে আধিপত্য ধরে রাখলেও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয় কোয়ার্টার পর্যন্ত। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে লিড এনে দেন তারিন আক্তার খুশি।

তৃতীয় কোয়ার্টার আবার গোলশূন্য। দ্বিতীয় গোল আসে ৫৮ মিনিটে শেষ কোয়ার্টারে। পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফারদিয়া আক্তার রাত্রি। রেফারির শেষ বাঁশিতে নিশ্চিত হয় প্রথম জয়।

প্রায় শতাধিক প্রবাসী বাংলাদেশী সিঙ্গাপুর সিটির স্টেডিয়ামে বসে এই ম্যাচ উপভোগ করেন ও মেয়েদের সমর্থন যোগান। এই জয়ের পরপরই খেলোয়াড়দের শুভেচ্ছা জানান বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি।

আগামী ১২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় পরবর্তী ম্যাচে হংকং-এর বিপক্ষে লড়বে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত