ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৭

আফগানিস্তান ও জিম্ববুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ। এই সিরিজ কে সামনে রেখে ১৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

৯ সেপ্টেম্বর (সোমবার) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করে বিসিবি।

ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বিশ্রামের পর ত্রিদেশীয় সিরিজে দলে ফিরেছেন পেসার মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দীন।

‘অটোমেটিক চয়েজ’ হিসেবে দলে রয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস। দলে নতুন মুখ পেসার ইয়াসিন আরাফাত মিশু এবং স্পিনার শেখ মেহেদী হাসান। সর্বশেষ বিপিএলে কুমিল্লা হয়ে খেলেছেন মেহেদী।

বাংলাদেশ স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, ইয়াসিন আরাফাত মিশু।

ত্রিদেশীয় সিরিজটি শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর এবং ফাইনাল হবে ২৪ সেপ্টেম্বর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত