২০ বছর খেলেও শিখছি, এমনটা বলার সুযোগ নেই: সাকিব

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৪

সাকিব আল হাসান বলেছেন, ‘২০ বছর ধরে ক্রিকেট খেলেও আমরা এখনও শিখছি, এমনটা বলার সুযোগ নেই। তবে আমরা অনেক দিন পর টেস্ট খেলতে নেমেছি।’

৯ সেপ্টেম্বর (সোমবার) ম্যাচ শেষে সাংবাদিকদের একথা বলেন টাইগার দলপতি।

সাকিব বলেন, ‘আমার মনে হয়ে আফগানিস্তানের বোলিংয়ের তুলনায় আমাদের ব্যাটসম্যানরা বেশ দুর্বল ছিল। ভালো করতে হলে, আমাদের আরও অনেক কঠোর পরিশ্রম করতে হবে।’

পুরো ম্যাচজুড়ে দুর্দান্ত ক্রিকেট উপহার দেয়া আফগানদের সমীহ কর সাকিব বলেন, ‘তবে এই জয়টা আফগানিস্তানেরই প্রাপ্য ছিল।’

তিনি বলেন, ‘আমরা এই ম্যাচের দুঃসহ স্মৃতি যত দ্রুত সম্ভব ভুল যেতে চাই। মনোযোগ দিতে চাই আসন্ন টি-টোয়েন্টি সিরিজে।’

সাকিব আরো বলেন, ‘আফগানরা ছোট ফরম্যাটে আরও বেশি শক্তিশালী। সামনের বছর শুরু হচ্ছে বিশ্বকাপ (২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ)। তাই আমরা টি-টোয়েন্টি ক্রিকেটকে আরও বেশি গুরুত্ব দিতে চাই।’

আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ-আফগানিস্তান ছাড়াও এতে অংশ নিচ্ছে জিম্বাবুয়ে।

উল্লেখ্য, আজ সোমবার আফগানিস্তানের বিপক্ষে ২২৪ রানে হারতে হয়েছে বাংলাদেশকে। টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ দলটির বিপক্ষে নিজেদের মাঠেই বিশাল হারের লজ্জা পেলো সাকিব আল হাসানের দল। শেষ ইনিংসে ৩৯৮ রান তাড়া করতে নেমে মুশফিকুর রহিম-মাহমুদুল্লাহ রিয়াদরা গুটিয়ে যায় মাত্র ১৭৩ রানে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত