বাংলাদেশের পক্ষে আবারও নামল বৃষ্টি

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১১

চট্টগ্রাম টেস্টের আজ পঞ্চম দিনে বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে দায়িত্বরতরা মাঠ পরিষ্কার করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু করার ঘোষণাও দেয়া হয়। ঐতিহাসিক জয়ের জন্য অপেক্ষায় থাকা আফগানিস্তান অধিনায়ক দল নিয়ে মাঠে নামেন। ব্যাট হাতে ক্রিজে পৌঁছান সাকিব আল হাসান ও সৌম্য সরকার।

৯ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে ঠিক ১টায় মাঠে নামে দুই দল। তবে মাত্র ১৩ বল হতেই আবার বৃষ্টি। মাঠ ছাড়তে হলো সবাইকেই।

এদিন খেলা মাত্র সাত মিনিটে গড়ায় অর্থাৎ ১টা ৭ মিনিটের মাথায় শুরু হয় বৃষ্টি। চতুর্থ দিনে ৩৯ রান করা সাকিব আরও ৫ রান যোগ করেন এদিন। অন্যদিকে দুটি সিঙ্গেল নিয়ে রানের খাতা খোলেন সৌম্য।

আফগানদের ম্যাচটি জিততে প্রয়োজন মাত্র ৪টি উইকেট। অন্যদিকে বাংলাদেশের দরকার আরও ২৫৫ রান।

৪৬.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ১৪৩ রান। লক্ষ্য ৩৯৮ রান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত