থাইল্যান্ডকে ১৩১ রানের লক্ষ্য দিয়েছে টাইগ্রেসরা (লাইভ)

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৭

২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে প্রতিপক্ষ থাইল্যান্ডকে ১৩১ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ নারী দল। যদিও এর আগে সেমিফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে সালমা খাতুনের দল।

আজ ৭ সেপ্টেম্বর (শনিবার) স্কটল্যান্ডের ডান্ডিতে থাই নারীদের ১৩১ রানের টার্গেট দিয়েছে টাইগ্রেসরা।

এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। তবে ওপেনিং জুটি ভালোভাবে শুরু করলেও শেষ পর্যন্ত আর কেউ টিকে থাকতে পারেনি। ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ করে টাইগ্রেসরা। দলে হয়ে ৪ চারের সাহায্যে ৩৩ রান করে আউট হন ওপেনার মুর্শিদা খাতুন। ৬০ বলে ৬ চার ৩ ছক্কার সাহায্যে ৭১ রান করে অপরাজিত থাকেন ওপেনার সানজিদা ইসলাম। এরপর তেমন আর কেউ ভালো স্কোর করতে পারেন নি।

থাইদের হয়ে নাত্তিয়া বুচাথাম ২টি, শর্ন্নারিন টিপ্পোচ ও সুলিপর্ন লাওমি ১টি করে উইকেট নেন।

বিরতির পর ১৩১ রানে লক্ষ্য তারা করতে মাঠে নামবে থাই নারী দল।

স্কটল্যান্ডের ডান্ডি থেকে ম্যাচটি সরাসরি দেখুন এখানে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত