মেসি পেলেন পোপ ফ্রান্সিস ফাউন্ডেশনের পুরস্কার

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২০

ফুটবল শুরুর পর থেকে যত পুরস্কার পেয়েছেন লিওনেল মেসি তার সাথে আরেকটি নতুন পালক যুক্ত হল। আর্জেন্টাইন ও বার্সেলোনার ফুটবল জাদুকরের মুকুটে যুক্ত হলো পোপ ফ্রান্সিস ফাউন্ডেশনের পুরস্কার।

২ সেপ্টেম্বর (সোমবার) মেসির হাতে ২০১৯ ব্যালন এদুকেতিভো দে স্কলাস পুরস্কার তুলে দেন পোপ ফ্রান্সিসের স্কলাস অকুরেন্তেস ফাউন্ডেশনের ওয়ার্ল্ড ডিরেক্টর হোসে মারিয়া দেল কোরাল। পুরস্কার অনুষ্ঠানে মেসির সঙ্গে উপস্থিত ছিলেন বার্সেলোনার ভাইস-প্রেসিডেন্ট জর্দি কারদোনার। 

এই পুরস্কারের বিশেষত্ব হলো, শিশুরাই নির্বাচিত করেছেন বিজয়ীকে। শিশুদের হাতে বানানো ট্রফিটিই দেওয়া হয়েছে মেসিকে। মোজাম্বিকের চিকোমো গোষ্ঠীর শিশুরা ট্রফিটি বানিয়েছে।

স্কলাস নেটওয়ার্কের হাজার হাজার শিশু ভোট দিয়েছে বার্সেলোনা ফরোয়ার্ডকে। ফাউন্ডেশনটির ৫ লাখ প্রতিষ্ঠান আছে ১৯০টি দেশে। স্কলাসের সঙ্গে এক হয়ে কাতালান স্কুলগুলোতে কাজ করে বার্সা ফাউন্ডেশন।

ব্রাজিলে কোপা আমেরিকার সময় মেসিকে অন্যান্য প্রতিযোগিদের চেয়ে অনেকবেশি ভোট দিয়েছে শিশুরা। ৩২ বছর বয়সী তারকা পেয়েছেন ৩৪.৩৮ শতাংশ ভোট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত