শ্রীলঙ্কাকে হারিয়ে এগিয়ে নিউজিল্যান্ড

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৮

তিনটি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগিয়ে থাকল সফরকারি নিউজিল্যান্ড।

১ সেপ্টেম্বর (রবিবার) পাল্লেকেলে স্টেটেডিয়ামে স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়েছে কিউইরা।

এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান করে লঙ্কানরা। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান আসে কুশলের ব্যাট থেকে। এছাড়া ডিকভেলা করেন ৩৩ রান।

কিউই বোলার টিম সাউদি দু’টি ও স্যান্টনার একটি উইকেট নেন।

এই রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান করে ম্যাচ জিতে যায় নিউজিল্যান্ড।

প্রথম ওভারেই ওপেনার কলিন মুনরোর উইকেট তুলে নেন লাসিথ মালিঙ্গা। এরপর দলীয় ১৮ রানে বিদায় নেন আরেক ওপেনার মার্টিন গাপটিল।

ব্যক্তিগত ১৫ রান করে টিম সেইফার আউট হলে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা। চতুর্থ উইকেটে নিউজিল্যান্ডকে ম্যাচে ফেরান কলিন ডি গ্রান্ডহোম ও রস টেইলর। ৭৯ রানের জুটি গড়ে দলকে জয়ের কক্ষপথেই রাখেন তারা।

কিন্তু ২৮ বলে ৪৪ রান করা গ্রান্ডহোমকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন অভিজ্ঞ মালিঙ্গা। এরপর দলীয় ১৪৪ রানে টেলরকে ব্যক্তিগত ৪৮ রানে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন হাসারাঙ্গা ডি সিলভা।

এর পরপরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর খেলা আবার শুরু হলে ম্যাচের জয়ের বাকি কাজটুকু সারেন ড্যারিল মিচেল ও মিচেল স্যান্টনার। তিন বল হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় ১৭৫ রান তুলে নেয় কিউইরা। ড্যারিল ১৯ বলে ২৫ ও স্যান্টনার ৮ বলে ১৪ রানে অপরাজিত ছিলেন।

শ্রীলঙ্কার মালিঙ্গা ও হাসারাঙ্গা দু’টি এবং আকিলা ধনঞ্জয়া একটি উইকেট করে উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন রস টেইলর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত