x

এইমাত্র

  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ৩৩৬০ জন, মৃত ৪১ জন
  •  বাংলাদেশ ব্যাংকের গভর্নরের চাকরির সময়সীমা বাড়িয়ে বিল পাস
  •  মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু ৫ লাখ ৫২ হাজার, আক্রান্ত ১ কোটি ২১ লাখেরও বেশি
  •  রিজেন্টের প্রতারণা : সাহেদের প্রধান সহযোগী গ্রেফতার
  •  শিগগিরই কলেজে ভর্তি শুরু হবে: সংসদে শিক্ষামন্ত্রী

বলিউডের তারকাদের সঙ্গে ক্রিকেটে শচীন

প্রকাশ : ৩১ আগস্ট ২০১৯, ১৭:০৭

ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার রাস্তার পাশে বা অলিতে গলিতে সাধারণ মানুষের সঙ্গে ক্রিকেট খেলছেন এমনটাই দেখা যায় মাঝে মধ্যে।  আবারও একই কাণ্ড ঘটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এলেন তিনি। এবার বলিউডের তারকাদের সঙ্গে ক্রিকেট খেললেন লিটল মাস্টার।

জাতীয় ক্রীড়া দিবসে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। একটি ভিডিওতে দেখা যায়, তার সঙ্গে ক্রিকেট খেলছেন বরুন ধাওয়ান ও অভিষেক বচ্চন।

নিজের টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করে টেন্ডুলকার লেখেন, খেলার সঙ্গে কাজকে মেশাতে পারা সবসময় ভালো বিষয়। এক শুটিংয়ের সময় ক্রুদের সঙ্গে ক্রিকেট খেলে দারুণ মজা হলো। সবচেয়ে অবাক করা বিষয় ছিল, বরুণ ধাওয়ান ও জুনিয়র বচ্চন বেশ কিছুক্ষণ আমাদের সঙ্গে যোগ দেয়।

এ খেলায় ব্যাট করার পাশাপাশি বলও করেন শচীন। অন্যদেরও ব্যাটিং-বোলিং টিপস দেন মাস্টার ব্লাস্টার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত