দেশের দ্রুততম মানব হাসান-শিরিন

প্রকাশ | ৩১ আগস্ট ২০১৯, ১৩:৩১

জাতীয় চ্যাম্পিয়নশিপে সেনাবাহিনীর হয়ে মোহাম্মদ ইসমাইলকে হারিয়ে ১০০ মিটার স্প্রিন্টের স্বর্ণ জিতলেন হাসান মিয়া। ১০.৬১ সেকেন্ড টাইমিং নিয়ে হলেন দেশের দ্রুততম মানব। এর আগে গত চ্যাম্পিয়নশিপে মোহাম্মদ ইসমাইলের কাছেই হেরে দ্বিতীয়তে থেকে শেষ করতে হয়েছিল হাসানকে।

১০০ মিটারে ইলেকট্রনিক টাইমিংয়ে জাতীয় রেকর্ডেরও কাছাকাছি হাসানের টাইমিং। তবে এই রেকর্ড এখনো অক্ষুণ্ন প্রয়াত মাহবুবল আলমের নামে। ১৯৯৯ সালে ১০.৫৪ সেকেন্ডে দৌড়েছিলেন সাফের সোনাজয়ী এই স্প্রিন্টার।

গতবারের চ্যাম্পিয়ন মোহাম্মদ ইসমাইল কাল দৌড়েছেন ১০.৬৭ সেকেন্ডে। হাসান ও ইসমাইলের মধ্যে প্রতিযোগিতা ছিলো বেশ হাড্ডাহাড্ডি। তবে শেষের দিকে হাসানের গতি বেড়ে যাওয়াই রেকর্ড করতে সাহায্য করেছে।

এদিকে দ্রুততম মানবী শিরিন আক্তার নারীদের স্প্র্রিন্টে আধিপত্য বজায় রেখেছেন পাঁচ বছর ধরে। শুক্রবার (৩০ আগস্ট) ১০০ মিটারে জেতেন নবম স্বর্ণ। টাইমিং ১২.২০ সেকেন্ড।