ঘিলুহীন ব্যাটিং করেছে ইংল্যান্ড; মন্তব্য বয়কটের

প্রকাশ : ২৫ আগস্ট ২০১৯, ১৮:৫৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৭ রানে গুটিয়ে যাওয়ায় ইংল্যান্ড দলের সমালোচনা করে জিওফ্রে বয়কট বলেছেন, ‘তারা ঘিলুহীন ব্যাটিং করেছে’ এবং ‘অ্যাশেজ বিসর্জন দিয়ে এসেছে’।


অস্ট্রেলিয়া পেসার জশ হ্যাজেলউডের পাঁচ উইকেট শিকারে অ্যাশেজ সিরিজে নিজেদের ৭১ বছরের ইতিহাসে সবচেয়ে কম রানে আউট হয় ইংল্যান্ড। সাবেক ইংলিশ ওপেনার বয়কটের ইয়র্কশায়ারের নিজস্ব মাঠ হেডিংলিতে দ্বিতীয় দিনে কেবলমাত্র জো ডেনলি (১২) ছাড়া আর কোন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।


বর্তমান শিরোপাধারী অস্ট্রেলিয়া পাঁচ টেস্ট সিরিজে ইতোমেধ্যই ১-০ ব্যবধানে এগিয়ে আছে। এ ম্যাচ জিতেল বাকি দুই টেস্টের আগেই ২-০ ব্যবধানে এগিয়ে যাবে অসিরা।


বৃটেনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় এক কলামে বয়কট লিখেছেন, ‘এই ইংল্যান্ড দলের কি হয়েছে? এমন ধরনের ব্যাটিংয়ের পর আপনি কিভাবে অ্যাশেজ সিরিজ জয়ের আশা করেন।’

‘ইংল্যান্ড পুরো দিন ব্যাটিং করতে পারলে তারা একশ রানের লীড পেতে পারত। কিন্তু ইংল্যান্ড কি করলো? তারা ঘিলুহীন ব্যাটিং করেছে এবং অ্যাশেজ বিসর্জন দিয়েছে।’


বয়কটের মতে ইংল্যান্ডের বেশ কয়েকজন ব্যাটসম্যান তাদের উইকেট বিলিয়ে দিয়ে এসেছে এবং সেরা রক্ষণাত্মক ব্যাটসম্যানদের একজন অধিনায়ক জো রুট টপ অর্ডারে কেবলমাত্র ভাল বলে আউট হয়েছে।


বয়কট বলেন, ‘সাত জনের মধ্যে কেবলমাত্র একজন ব্যাটসম্যান রুট বলতে পারে বোলার তাকে আউট করেছে। তার কিছু করার ছিল না।’


হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে ১৯৭৭ সালে প্রথম শ্রেনীর ক্রিকেটে শততম সেঞ্চুরি করা বয়কট আরো বলেন, ‘তাতে লজ্জার কিছু নেই।’


টেস্ট ওপেনার হিসেবে মাঠে নামা বিশ্বকাপ জয়ী জেসন রয়ের বিশেষ সমালোচনা করেন বয়কট।


বয়কট বলেন, ‘জেসনের কোন ফুট ওয়ার্ক নেই, প্রয়োজন নেই এমন বলও খেলেছে। দ্বিতীয় ইনিংসে সে কত রান করবে তা নিয়ে আমি ভাবছি না। ওপেনার হিসেবে যদি সে আরেকটা টেস্ট খেলে তবে যে কেউ তার মস্তিস্ক পরীক্ষা করতে চাইতে পারে।’


বিষয়টি ব্যাখ্যা করে বয়কট বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে রয় দারুণ একজন খেলোয়াড়। তবে আমি আবারো বলব টেস্টে নতুন বলের বিপক্ষে ধারাবাহিকভাবে তার এত রক্ষণাত্মক হওয়ার দরকার নেই। ওপেনার হিসেবে যা প্রয়োজন সেটা রয়ের নেই।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত