লেভানডভস্কির হ্যাটট্রিকে বায়ার্নের জয়

প্রকাশ : ২৫ আগস্ট ২০১৯, ১৩:২২

২০১৯-২০ মৌসুমে বুন্দেস লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানডভস্কির হ্যাটট্রিকে শালককে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।

২৪ আগস্ট (শনিবার) শালকের মাঠে লেভানডভস্কির জাদুতে শালককে ৩-০ গোলে হারিয়েছে নিকো কোভাচের শিষ্যরা।

চলতি মৌসুমে বার্সেলোনা থেকে ধারে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় এসেছেন কুতিনহো। ব্রাজিলিয়ান প্লে-মেকারের মতো ধারে ইন্টার মিলান থেকে বায়ার্নে যোগ দিয়েছেন ক্রোয়েশিয়ান উইঙ্গার পেরিসিচ। তবে ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী হার্নান্দেজ এখন বায়ার্নেরই ডিফেন্ডার। হার্নান্দেজ থাকলেও শুরুর একাদশে ছিলেন না কুতিনহো-পেরিসিচ। তবে তাদের মাঠে নামার আগেই বায়ার্নের জয়ের পথ সুগম করে দেন লেভা।

এদিন ম্যাচের ২০ মিনিটে পেনাল্টি গোল থেকে শুরু করেনে লেভা। এই ১-০ গোল নিয়েই মাঠ ছাড়ে দু’দল।

বিরতি থেকে ফিরে এসে ম্যাচের ৫০ মিনিটে ২৫ গজ দূর থেকে নেওয়া ফ্রি-কিক থেকে বায়ার্নকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন লেভা। ম্যাচের ৭৫ মিনিটে ফরাসি ফরোয়ার্ড কিংসলে কোমেনের পাস থেকে নতুন মৌসুমে নিজের প্রথম হ্যাটট্রিক করেন ৩১ বছর বয়সী পোলিশ তারকা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত