ভবিষ্যতে মেসির সঙ্গে ডিনার করবো: রোনালদো

প্রকাশ | ২২ আগস্ট ২০১৯, ১৬:১৬

পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ধরে আমারা একে অপরের বিপক্ষে খেলছি। দুজন পেশাদার খেলোয়াড়ের মধ্যে সম্পর্ক যেমন হওয়া উচিত আমাদের সম্পর্কও তেমনই। আমি ওর সঙ্গে কখনো ডিনারে হয়তো যাইনি, কিন্তু ভবিষ্যতে কেন নয়? এটা করতে আমার কোনো আপত্তি নেই।’

নিজের দেশ পর্তুগালে বসে এক সাক্ষাৎকারে একথা বলেন রোনালদো।

রোনালদো বলেন, ‘মেসি আর আমার মধ্যের প্রতিদ্বন্দ্বিতা আমার খেলার মানকে বাড়াতে সাহায্য করেছে। নিজেদের দলের হয়ে আমরা সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করি।’

গত বছর রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যোগ দেন রোনালদো। সেইসময় মেসি বলেছিলেন রোনালদো স্প্যানিশ লিগ ছেড়ে আসায় তরও সমস্যা হয়েছে। মেসি ও তার সম্পর্ক নিয়েও অকপট রোনালদো।

সিআর সেভেন বলেন, ‘মেসি কিন্তু নিজেই বলেছে আমি স্প্যানিশ লিগ ছেড়ে আসায় ওরও সমস্যা হয়েছে। কারণ এটা এমন এক প্রতিদ্বন্দ্বিতা যার গুরুত্ব সে বোঝে। ও (মেসি) কোনো ট্রফি জিতলে আমার ট্রফি জেতার ক্ষুধা আরও বেড়ে যায়। ওর ভালো খেলা আমাকে ভালো খেলতে অনুপ্রাণিত করে।’

গত এক দশকের বেশি সময় ধরে ফুটবলবিশ্বে রাজত্ব করে যাচ্ছেন দুই উজ্জলতম নক্ষত্র ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। ফুটবল মঞ্চে তাদের প্রতিদ্বন্দ্বিতা সকলকে চমকে দেয়। বর্তমান যুগে ফুটবলের খুব কম রেকর্ডই আছে যা দুজনের দখলে নেই। অতীতে বহুবার তাদের মধ্যে বিবাদ হয়েছে। তবে ভোল পাল্টে এবার মেসি বন্দনাই শোনা গেল রোনালদোর মুখে।