টেস্টে উন্নতি করতে হলে বেশি বেশি টেস্ট খেলা প্রয়োজন: ডমিঙ্গো

প্রকাশ : ২১ আগস্ট ২০১৯, ১৫:৪৮

বাংলাদেশের নতুন কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘টেস্টে উন্নতি করতে হলে বেশি বেশি টেস্ট খেলা প্রয়োজন। ছয় মাস ধরে কোনো টেস্ট ম্যাচ খেলেনি বাংলাদেশ। এটিই উন্নতির পথে বড় বাধা। যত বেশি টেস্ট খেলবে, ততবেশি এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে। তাই সময় হয়েছে টেস্ট ক্রিকেটের দিকে নজর দেয়ার। ওয়ানডের মতো টেস্টেও উন্নতি করা প্রয়োজন। কারণ টেস্ট ম্যাচ ক্রিকেটের প্রাণ।’

আজ ২১ আগস্ট (বুধবার) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে একথা বলেন ডমিঙ্গো।

ডমিঙ্গো বলেন, ‘ভারত ও অস্ট্রেলিয়ার মতো দলগুলোর দিকে তাকিয়ে দেখেন তারা অনেক বেশি টেস্ট খেলে। তাই তারা কিন্তু টেস্ট দল হিসেবেও অনেক বেশি সমৃদ্ধ ও শক্তিশালী।’

ডমিঙ্গো আরো বলেন, ‘আমার প্রাথমিক লক্ষ্য হচ্ছে- খেলোয়াড়দের ভালোভাবে দেখা এবং তাদের সম্পর্কে ধারণা নেয়া। সবার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি ও তাদের আস্থা অর্জন করা।’

এর আগে গতকাল ২০ আগস্ট (মঙ্গলবার) সকালে বাংলাদেশে আসেন নতুন পেস বোলিং কোচ চার্লস ল্যাঙ্গেভেল্ট। বিকালে আসেন দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। দুজনেরই অস্থায়ী ঠিকানা হয়েছে গুলশানের পাঁচতারা হোটেল আমারিতে। দুজনকেই স্বাগত জানান বিসিবির পরিচালকরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত