লারাকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে গেইল

প্রকাশ | ১১ আগস্ট ২০১৯, ১৪:০৬

ভারতের যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচের মধ্যদিয়ে দারুণ এক মাইফলক স্পর্শ করতে যাচ্ছেন ক্রিস্টোফার হেনরী গেইল। প্রথম উইন্ডিজ ক্রিকেটার হিসেবে তিনশোতম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলা হবে তার!

পোর্ট অব স্পেনে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে উইন্ডিজ ও ভারত। গায়ানায় দল দুটির মধ্যকার প্রথম ওয়ানডেটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়।

ভারতের বিপক্ষে আজ মাঠে নামলেই স্বদেশী কিংবদন্তি ব্রায়ান লারাকে ছাড়িয়ে যাবেন ব্যাটিং দানব গেইল। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে নামবেন ৩০০তম ওয়ানডে খেলতে। ২৯৯টি ওয়ানডে খেলে এতদিন ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলা লারার পাশে অবস্থান করছিলেন ৪০ বছর ছুঁই ছুঁই গেইল।

লারার আরও একটি রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে রয়েছেন গেইল। আর ৭ রান করলেই লারার রেকর্ড ভেঙে উইন্ডিজের ইতিহাসে ওয়ানডে ক্রিকেটে রানের তালিকায় সবার শীর্ষে উঠে আসবেন তিনি। উইন্ডিজের ইতিহাসের ২৮৫ ইনিংস ব্যাট করে লারা করেছেন সবচেয়ে বেশি ১০ হাজার ৩৪৮ রান। ২৮৯ ইনিংসে গেইলের সংগ্রহ ১০ হাজার ৩৪২ রান।