বৃষ্টিতে পরিত্যক্ত হলো বাংলাদেশ-ভারত যুবাদের শেষ ম্যাচটি

প্রকাশ : ০৮ আগস্ট ২০১৯, ১৪:২৫

ইংল্যান্ডে অনুর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে ডাবল লেগপর্বের শেষ ম্যাচটিতে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ যুবারা। তবে দ্বিতীয় ইনিংসের শুরুতে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।

৭ আগস্ট (বুধবার) কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে ভারত-বাংলাদেশের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

এদিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৪ রান করে ভারত। ব্যাট করতে নেমে শুরুতে ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। এরপর সামীর রিজভি ও সুবাং হেজের ব্যাটে সেই চাপ সামাল দেয় ভারত। শেষ পর্যন্ত ২৪৪ রানে অলআউট হয় ভারতীয় যুবারা। হেজ ৬৯ ও রিজভি ৪৪ রান করেন। এছাড়া ডিভিইয়াশ সাক্সেনা ৩৭ রান করেন।

বাংলাদেশের শরিফুল ইসলাম, অভিষেক দাস ও শামিম হোসাইন তিনটি করে এবং শাহিন আলম একটি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে  পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেলে পরে ম্যাচটি পরিত্যক্ত হয়।

ভারতের দেয়া ২৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯ রান তোলে বাংলাদেশ। এরপর নামে বৃষ্টি। আর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরে আর খেলা শুরু করা না গেলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ভারতের হয়ে ভি. পাতিলই উইকেট দুটি তুলে নেন।

আগামী ১১ আগস্ট (রবিবার) ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত