বার্সেলোনায় আসতে হলে নিজেকে মুখ ফুটে বলতে হবে: পিকে

প্রকাশ : ০৭ আগস্ট ২০১৯, ১৩:৪৫

পিএসজিতে ভালো নেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। তাই পিএসজি ছেড়ে বার্সেলোনায় ফিরতে চান তিনি। তবে প্যারিস ছেড়ে কাতালান ক্লাবটিতে আসতে হলে নিজেকেই মুখ ফুটে বলতে হবে, এমনটাই বললেন নেইমারের সাবেক সতীর্থ বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে।

নেইমারকে বার্সায় আনার ব্যাপারে পিকে বলেন, ‘আসলে ব্যাপারটা (নেইমারের দলবদল) অনেক জটিল। সে পিএসজির খেলোয়াড়। এ জটিলতা কাটাতে নেইমারকেই উদ্যোগী হতে হবে।’

বার্সা ডিফেন্ডার বলেন, ‘আমি অনেক খুশি হব যদি ও আবারও বার্সেলোনায় ফিরে আসে। কিন্তু বার্সায় ও আসতে চায় কি না, এ ব্যাপারটা ওকেই মুখ ফুটে বলতে হবে। হ্যাঁ এটা সত্যি আমাদের সঙ্গে ওর নিয়মিত কথা হয়। কিন্তু আমাদের ব্যক্তিগত কথাবার্তা সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করতে চাই না। ওকে নিজেই বলতে হবে ও কি চায়। না হয় লাভ হবে না।’

খেলোয়াড় হিসেবে নেইমারের যোগ্যতা নিয়ে পিকে বলেন, ‘মাঠের ভেতরে ও বাইরে সে অসাধারণ। ও একজন তারকা। ও একজন দুর্দান্ত খেলোয়াড় যে বার্সেলোনার ড্রেসিং রুম, ক্লাব ও শহরটিকে অনেক ভালো জানে। তবে এটাও মানতে হবে ও যদি পিএসজি ছেড়ে আবারও এখানে আসতে চায় এটা অনেক জটিল একটা দলবদল হবে, আর এ জটিলতা কাটাতে ওকেই এগিয়ে আসতে হবে। ওকেই সিদ্ধান্ত নিতে হবে।’

বার্সায় চার মৌসুম কাটানোর পর ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি দেন নেইমার। যদিও লিগ ওয়ানে তার নাকি আর মন বসছে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত