মাশরাফির রেকর্ডে ভাগ বসালেন সুন্দর

প্রকাশ : ০৪ আগস্ট ২০১৯, ১৭:৩৮

২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে ওপেনারকে আউট করার পর ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়ে আনার রেকর্ডটি করেছিলেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই রেকর্ডটি টানা ৪ বছর ধরে নিজের করে রেখেছিলেন ম্যাশ। এবার তার রেকর্ডে ভাগ বসালেন ভারতের ১৯ বছর বয়সী অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।

৩ আগস্ট (শনিবার) ফ্লোরিডায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে বিরাট কোহলির দল।

এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৫ রান তোলে ক্যারিবীয়ানরা। ভারত খুব সহজেই জিততে পারেনি। ১৭.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।

ক্যারিবীয়দের ইনিংসের প্রথম ওভারে উইকেট পেয়েছেন স্পিনার ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় বলেই জন ক্যাম্পবেলকে তুলে নেন সুন্দর। এরপর ভারতের ইনিংসে অষ্টম ব্যাটসম্যান হিসেবে নেমে ১৮তম ওভারে কেমো পলকে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন সুন্দর।

ম্যাচের প্রথম উইকেট ও জয়সূচক রান করার একমাত্র কৃতিত্ব এতদিন কেবল বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফির দখলে ছিল। ২০১৫ সালের ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওভারের প্রথম বলে সিকান্দার রাজাকে বিদায় করেন ম্যাশ। এরপর ১৩২ রানের টার্গেটে ব্যাট হাতে আট নম্বরে নেমে ১৮তম ওভারে লুক জঙ্গীকে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে জয় পাইয়ে দেন। সেদিন বাংলাদেশ ১৪ বল হাতে রেখে ম্যাচ জিতেছিল ৪ উইকেটে।

২০১৯ সালে এসে মাশরাফির এই কৃতিত্বে ভাগ বসালের সুন্দর। সুন্দরের ব্যাটে শেষ ছক্কায় ১৮ বল হাতে রেখেই উইন্ডিজদের ৪ উইকেট হারিয়ে জয় পায় ভারত। এই জয়ে মাশরাফির রেকর্ডের পাশে বসলেন ভারতের এই অলরাউন্ডার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত