বায়ার্নকে হারিয়ে জার্মান সুপার কাপের চ্যাম্পিয়ন ডর্টমুন্ড

প্রকাশ | ০৪ আগস্ট ২০১৯, ১৩:৪০

জার্মান সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখকে হারিয়ে শিরোপা চ্যাম্পিয়ন হয়েছে বুরুশিয়া ডর্টমুন্ড। আর এই জয় দিয়ে মৌসুমের শুভ সূচনা করলো বুরুশিয়া।

৩ আগস্ট (শনিবার) রাতে ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুনা পার্কে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে বুরুশিয়া ডর্টমুন্ড। দলের হয়ে একটি করে গোল করেন পাকো আলকাসের ও জেডন সানচো।

এদিন ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি। তবে বিরতির পর বুরুশিয়ার হয়ে প্রথম গোলটি করেন পাকো আলকার। ম্যাচের ৪৮ মিনিটে জ্যাডন সানচোর এসিস্টে বল জালে জড়ান পাকো। আর মৌসুমের শুরুতেই নামের পাশে একটি এসিস্ট যোগ করে ফেলেন সানচো।

এরপর ম্যাচের ৬৯ মিনিটে আরেকটি গোল করে জয় নিশ্চিত করেন জ্যাডন সানচো। রাফায়েল গুয়েররোর করা এসিস্ট থেকে গোল করে নামের পাশে মৌসুমের প্রথম গোলও যোগ করলেন সানচো।