মৌসুমের প্রথম ট্রফিটি ঘরে তুলল পিএসজি

প্রকাশ : ০৪ আগস্ট ২০১৯, ১৩:১৬

মৌসুম সূচক সুপার কাপের ফাইনালে অ্যাঙ্গেল ডি মারিয়ার জয়সূচক গোলে রেনেঁকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নেইমার বিহীন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এই জয়ে মৌসুমের প্রথম ট্রফি তুলেছে প্যারিসের ক্লাবটি। এর আগে চলতি বছরের এপ্রিলে রেনেঁর কাছে ফরাসি কাপে হেরেছিল পিএসজি।

৩ আগস্ট (শনিবার) রাতে রেনেঁকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি।

তবে এই ম্যাচেও হারের শঙ্কা ঘিরে ধরেছিল পিএসজি শিবিরকে। ফরাসি মিডফিল্ডার আদ্রিয়েন হুনুর গোলে ১৩ মিনিটেই এগিয়ে যায় রেনেঁ। বেশ কিছু আক্রমণ করেও গোল পাচ্ছিল না পিএসজি। প্রথমার্ধে গোল শোধ করা হয়নি পিএসজির।

দ্বিতীয়ার্ধে ফিরে এসে ৫৭ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান পিএসজির ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। পরে ম্যাচের ৭৩ মিনিটে জয়সূচক গোলটি করেন পিএসজির আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়া। দুর্দান্ত এক ফ্রি কিকে গোল করে দলকে জয় এনে দেন তিনি। এরপরে রেনেঁ আর গোল শোধ করতে পারেনি পরে। ফলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত