‘প্রতিভাবান খেলোয়াড়দের যত্ন নিলে জাতীয় দলের জন্য ভালো’

প্রকাশ | ০৪ আগস্ট ২০১৯, ১২:৩৩

বসুন্ধরা কিংসের অধিনায়ক কোস্টারিকান ফরোয়ার্ড দানিয়েল কলিনদ্রেস বাংলাদেশের ফুটবলের প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশে ফুটবলের রয়েছে অপার সম্ভাবনা। যদি সেই সম্ভাবনা কাজে লাগানো যায়, তাহলে অনেক কিছুই সম্ভব। এখানে অনেক ভালো ও প্রতিভাবান খেলোয়াড় আছে। তাদের ঠিকঠাক যত্ন নিলে জাতীয় দলের জন্যও ভালো হবে।’

২০১৮-১৯ বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের অভিষেক আসরে দুই ম্যাচ হাতে রেখে শিরোপা চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। এই মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রাশিয়া বিশ্বকাপে খেলার অভিজ্ঞতাসম্পন্ন কোস্টারিকান ফরোয়ার্ড ও বসুন্ধরা কিংসের অধিনায়ক দেনিয়েল কলিনদ্রেস। এই তারকার নেতৃত্বে অভিষেকে এসে দুই শিরোপা জিতল বসুন্ধরা।

সেরা খেলোয়াড় কলিনদ্রেস এই মৌসুমে করেছেন ১১টি দৃষ্টিনন্দন গোল। কিন্তু এতসব গোলের মাঝে নিজের প্রিয় গোল বেছে নিতে বললে তিনি বলেন, ‘গোল করা নয়, ম্যাচ জেতাই আসল সাফল্য। আমরা গোল করতেই মাঠে নামি। কিন্তু ম্যাচ না জিতলে গোলের মূল্য থাকে না।’

পুরো মৌসুমে মাত্র এক ম্যাচে হেরেছে বসুন্ধরা কিংস। গড়েছে টানা ১৪ ম্যাচ জয়ের অনন্য কীর্তি। এমন অসামান্য সাফল্যের কারণ জানতে চাইলে কলিনদ্রেস বলেন, ‘দলের সবাই ভালো খেলেছে। আমরা সবাই মিলে একটা দুর্দান্ত দল হতে পেরেছি বলেই সাফল্য ধরা দিয়েছে। তবে আগামী মৌসুমে আরও ভালো করতে চাই।’

সাফল্যের পেছনে কোচ অস্কার ব্রুজোনের অবদানের কথাও জানাতে ভুলেননি কলিনদ্রেস, ‘ব্রুজোন খুবই বন্ধুত্বপূর্ণ স্বভাবের। তিনি সবসময় আমাদের সেরাটা বের করে আনতে সহায়তা করেন। তার অধীনে খেলে আমি পুরোপুরি সন্তুষ্ট। তার গোছানো পদ্ধতি আমাদের অন্যদের চেয়ে আলাদা করেছে। অনুশীলন, ট্রেনিং আর গেম প্ল্যানিং, সবকিছুতেই তিনি কঠোর নিয়ম মানায় বিশ্বাসী। তিনি আসলেই দুর্দান্ত।’

সবশেষে ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভুললেন না কলিনদ্রেস। জানালেন, ‘বসুন্ধরা কিংস আমাদের সব খেয়াল রেখেছে। ক্লাব কর্তৃপক্ষ সব চাহিদা পূরণ করায় মাঠে সেরাটা দিতে আমাদের মোটেও অসুবিধা হয়নি। তারা শুধু সাফল্য চেয়েছেন। যেটা আমরা করে দেখাতে সক্ষম হয়েছি। এমন একটা ক্লাবের অংশ হতে পেরে আমি আনন্দিত...।’