ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ যুবারা

প্রকাশ : ০২ আগস্ট ২০১৯, ১৬:৪১

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ৬ষ্ঠ ম্যাচে বোলারদের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে তৃতীয়বারের মতো ইংল্যান্ডকে হারিয়েই সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ যুবারা।

১ জুলাই (বৃহস্পতিবার) ইংল্যান্ডকে ৭২ রানে হারিয়ছে বাংলাদেশ।

এদিন টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৪ রান সংগ্রহ করে বাংলাদেশের যুবারা। ১৮ রানে ওপেনার পারভেজ হোসেন ইমনকে হারিয়ে শুরুতেই ধাক্কা খায়। তবে অন্য প্রান্তে আরেক ওপেনার তানজিদ হাসান ২ ছক্কা আর ১৬ চারে ১১৩ বলে ১১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। কিন্তু বাকিদের মধ্যে উল্লেখ করার মতো ৪১ রান করেন মাহমুদুল হাসান জয় ও ৩১ রান করেন তৌহিদ হৃদয়।

ছোট স্কোর তাড়া করতে নেমে বাংলাদেশের বোলিংয়ের তোপের মুখে পড়েন ইংলিশ যুবারা। মাত্র ৩৯ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় ইংলিশরা। দলের ৬ রানের মাথাতেই ইংলিশদের প্রথম উইকেট পড়ে যায়। এরপর নিয়মিত বিরতিতে ইংলিশ ব্যাটসম্যানরা সাজঘরের রাস্তা ধরেন। ৫১ রানে ৫ উইকেট হারিয়ে কাঁপতে থাকা ইংল্যান্ড ব্যাটিং লাইনআপ ১৫২ রানেই থেমে যায়। 

বাংলাদেশের হয়ে তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান নেন ৩টি করে উইকেট। মৃত্যুঞ্জয় চৌধুরী ও শাহীন আলম নেন ২টি করে উইকেট।

এই জয়ের ফলে ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। এটি তাদের চতুর্থ জয়। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পরেই আছে ভারত। ২ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে ইংল্যান্ড।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত