‘জুভেন্টাস চ্যাম্পিয়নস লিগ জিতবে কি না জানিনা, তবে কাপ আসছে’

প্রকাশ : ৩১ জুলাই ২০১৯, ১৬:৫৪

ক্রিশ্চিয়ানো রোনালদো, রিয়াল মাদ্রিদ আর চ্যাম্পিয়নস লিগ, সব যেন ছিল এক সুতায় গাঁথা। রোনালদো রিয়াল ছাড়লেন, লস ব্লাংকোসরাও ডুবল লজ্জায় অথচ বেশ ভালো দল নিয়েও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল জুভেন্টাস। একই প্রতিপক্ষের কাছে হেরে বিদায় নিয়েছিল রিয়াল ও জুভেন্টাস, রোনালদোর সাবেক ও বর্তমান ক্লাব। নক আউটের এক ধাপ আগে আর পরে।

১৯৯৬-এর পর একবারও চ্যাম্পিয়নস লিগ অর্থাৎ ইউরোপিয়ান কাপ নাম বদলে চ্যাম্পিয়নস লিগ জমানা শুরুর পর একবারও জিততে পারেনি জুভেন্টাস। অথচ এই সময়ে তারা ফাইনাল খেলেছে পাঁচবার! শিরোপা জয়ের পরের টানা দুই মৌসুম ফাইনালে খেলেও জিততে পারেনি কাপ। রিয়াল থেকে রোনালদোকে দলে নিয়েও সেই স্বপ্ন বাস্তব হয়নি তুরিনবাসীর। তবে রোনালদো নতুন মৌসুম শুরুর আগে অভয় দিয়ে বললেন, ‘কাপ আসছে।’

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার আমন্ত্রণে ‘মার্কা লিজেন্ড’ পুরস্কার নিতে মাদ্রিদে এসেছিলেন রোনালদো। সেখানে উপস্থিত ছিলেনফ্লোরেন্তিনো পেরেজও। রিয়াল প্রেসিডেন্ট আর রোনালদোকে একসঙ্গে দেখার পর রব উঠেছিল সিআরসেভেনকে নতুন করে রিয়ালে সই করানোরও। রোনালদো মাদ্রিদ শহরটাকে ভালোবাসার কথা জানালেও রিয়ালে ফেরার কথা তুললেন নি।

রোনালদো বলেন, ‘মাদ্রিদ আমার খুব প্রিয় শহর। আমি প্রচুর ঘুরে বেড়াই, তবু মাদ্রিদের মতো খুব কম শহরই আছে। জীবনে যত পুরস্কার পেয়েছি, বেশির ভাগই মাদ্রিদে যে সময়টা খেলেছি তার জন্যই। এ পুরস্কারটা পেয়ে খুব সম্মানিত বোধ করছি।’

জুভেন্টাসে যাওয়ার কারণ হিসেবে বললেন, ‘মাদ্রিদে যা জিতেছি, এরপর আমার নতুন অনুপ্রেরণার দরকার ছিল। আমার এখনো জয়ের ক্ষুধা কমেনি।’ সেটা মেটাতে পারে চ্যাম্পিয়নস লিগ, ‘জুভেন্টাস চ্যাম্পিয়নস লিগ জিতবে। আমি জানি না কখন, সেটা হতে পারে এ বছরই কিংবা তার পরের বছর। তবে কাপ আসছে।’

শুধুই ফুটবল নয়, ক্রীড়াঙ্গনের অন্য অনেক শাখায় অবদানের জন্য দেওয়া হয় মার্কা লিজেন্ড পুরস্কার, যেটা পেয়েছেন রাফায়েল নাদাল, মাইকেল ফেলপস, ডিয়েগো ম্যারাডোনাসহ অনেক কিংবদন্তিই। মার্কা, এএফপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত