ধনিকে সম্মান জানিয়ে কটরেলের স্যালুট

প্রকাশ : ২৯ জুলাই ২০১৯, ১৭:২৫

খেলার মাঠে উইকেট পেলেই মিলিটারি স্যালুট দিয়ে সেলিব্রেট করতেন ক্যারিবীয় পেসার শেলডন কটরেল। এই স্যালুটের কারণে ক্রিকেটবিশ্বে বিখ্যাত হয়ে গেছেন তিনি। সহকর্মীদের বীরত্বের প্রতি সম্মান জানিয়েই কটরেল এভাবে মিলিটারি স্যালুট দেন। কারণ তিনি নিজে সেনাবাহিনীতে চাকরি করেন। সেই কটরেল অভিভূত ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দেশপ্রেমে। ধোনিও যে ক্রিকেট থেকে অবসর নিয়ে আধাসামরিক বাহিনীতে যোগ দিয়েছেন!

ওয়েস্ট ইন্ডিজের এই পেসার রবিবার সেনাবাহিনীর পোশাক পরা ধোনির একটি পুরনো ভিডিও টুইটারে পোস্ট করে লেখেন, ‘এই মানুষটা ক্রিকেট মাঠে সবার কাছে অনুপ্রেরণা। শুধু ক্রিকেট মাঠেই নয়, এই লোকটা এমন এক জন দেশপ্রেমিক যে নিজের কর্তব্যের ঊর্ধ্বে গিয়েও দেশের জন্য কিছু করতে চায়।’

কটরেল আরো লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমি জ্যামাইকার বাড়িতে আছি। ধোনির ওই ভিডিওটা আমি বন্ধু এবং আত্মীয়দের দেখিয়েছি। ওরা সবাই জানে, দেশকে সম্মান এবং ভক্তি করাটা আমার কাছে কত বড় ব্যাপার। এই ভিডিওতে একটা ছবি খুব ভালো করে ফুটে উঠছে। স্বামী-স্ত্রীর দেশের প্রতি এবং নিজেদের প্রতি ভালবাসা। এই ভিডিওটা আমি যে রকম উপভোগ করেছি, আশা করব বাকিরাও সে রকম করবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত