বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য অধীর হয়ে আছি: ভেট্টোরি

প্রকাশ : ২৯ জুলাই ২০১৯, ১৩:০২

কিংবদন্তিতুল্য সাবেক নিউজিল্যান্ডের স্পিন অলরাউন্ডার ও অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি জানান, ‘বাংলাদেশ দলে অনেক প্রতিভাসম্পন্ন ক্রিকেটার আছে। সাকিব, মিরাজ, তাইজুলদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা হবে দারুণ। ওদের সঙ্গে কাজ করার জন্য আমি অধীর হয়ে আছি।’

ভারতীয় সুনীল জোশির স্থলাভিষিক্ত ড্যানিয়েল ভেট্টোরিকে নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৪০ বছর বয়সী ভেট্টোরির সঙ্গে চুক্তিটা মোট ১০০ দিনের মানে ২০২০ টি২০ বিশ্বকাপ পর্যন্ত। পরে মেয়াদ বাড়তেও পারে।

ভেট্টোরি বলেন, ‘আমি অনেক লম্বা সময় ধরেই বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করেছি। সে দেশে সফর করে আমার দারুণ কিছু অভিজ্ঞতাও রয়েছে। বাংলাদেশ দল এখন উত্থানের পথে রয়েছে।’

স্পিন বোলিংকে বাংলাদেশ দলের ঐতিহ্য হিসেবে উল্লেখ করে ভেট্টোরি সেখানে আরও উল্লেখ করেন, ‘ঐতিহ্যগতভাবেই স্পিন বোলিংটা বাংলাদেশের সেরা শক্তি। আমি আশা করছি কোচ হিসেবে নিজের পুরো জ্ঞানটা দলের মাঝে ছড়িয়ে দিতে পারব। যাতে করে খেলোয়াড়রা নিজেদের স্কিল বাড়াতে পারে এবং মাঠে বুদ্ধিমত্তার পরিচয় চৌকস সিদ্ধান্ত নিতে পারে।’

উল্লেখ্য, আগামী নবেম্বরে বাংলাদেশের ভারত সফর দিয়ে সাকিবদের সঙ্গে কাজ শুরু করবেন ভেট্টোরি। ২০১৫ বিশ্বকাপে ব্রেন্ডন ম্যাককালামের নেতৃত্বে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। ভেট্টোরি ছিলেন ওই দলের গুরুত্বপূর্ণ সদস্য। টেস্ট, ওয়ানডে টি২০ মিলিয়ে ৭০৫ আন্তর্জাতিক উইকেট তার দখলে। বাঁহাতি অফস্পিনের পাশাপাশি ব্যাটিংয়েও যে কম যেতেন না ২৭ হাফসেঞ্চুরির সঙ্গে ৬ সেঞ্চুরিই তার প্রমাণ। ভেট্টোরি নিউজিল্যান্ডের অধিনায়ক থাকর সময়ে নির্বাচকের দায়িত্বও পালন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত