দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের প্রথম জয়

প্রকাশ : ২৬ জুলাই ২০১৯, ১৫:০৭

প্রিটোরিয়ায় খাদিজাতুল কুবরার স্পিন ঘূর্ণির পর প্রায় সব ব্যাটসম্যানের সমান অবদানের কল্যাণে সহজ জয়ই পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে স্বাগতিকরা দাঁড় করিয়েছিল ২৩৮ রানের চ্যালেঞ্জিং স্কোর।

প্রথম ম্যাচে ১৯৮ রান করেও ৪৭ রানের বড় জয় পাওয়ায়, এই ম্যাচেও প্রথম ইনিংস শেষে আত্মবিশ্বাসী ছিলো দক্ষিণ আফ্রিকা। তবে এবার আর ভুল করেননি টাইগ্রেস ব্যাটসম্যানরা। সকলের সম্মিলিত অবদানে ৮ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকা এমার্জিং নারী ক্রিকেট দলকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়ে এনেছে বাংলাদেশ। আগামী ২৮ জুলাই(রোববার) শেষ ম্যাচের ফলের ওপরই এখন নির্ভর করছে সিরিজের ভাগ্য।

ব্যাটিংয়ে নেমে কেউ ফিফটি না পেলেও ৮ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশের নারী ইমার্জিং দল। দুটি চল্লিশোর্ধ্ব রানের ইনিংসে ভর করে এ জয় তুলে নিয়েছে মেয়েরা। ৪৮ রান করেন ওপেনার মুর্শিদা খাতুন, রিতু মণির ব্যাট থেকে এসেছে ৪২ রান। শেষ দিকে শাবানা মুস্তারির ১৮ বলে অপরাজিত ২৯* আর অধিনায়ক নিগার সুলতানার অপরাজিত ২৪ বলে ২৯ রান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জয়ে।

সাহস২৪.কম/জুবায়ের/বাশার

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত