প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ২৮৩ রানের লক্ষ্য দিয়েছে লঙ্কানরা

প্রকাশ : ২৩ জুলাই ২০১৯, ১৫:১৭

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। যেখানে টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশকে ২৮৩ রানের লক্ষ্য দিয়েছে লঙ্কানরা।

আজ ২৩ জুলাই (মঙ্গলবার) কলম্বোর পি সারা ওভালে মুখোমুখি হয় দু’দল।

এদিন ফিল্ডিংয়ে নেমে শুরুটা ভালো করে তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ। দলীয় ৩২ রানে প্রতিপক্ষে তিন উইকেট তুলে নেয় দলটি। তবে শেহান জয়সুরিয়া ও দাসুন শানাকার হাফসেঞ্চুরিতে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান করে নিরোশান দিকভেলার দল।

শানকা ৬৩ বলে ৬টি চার ও ৬টি ছক্কায় ৮৬ করে অপরাজিত থাকেন। আর জয়সুরিয়া ৭৮ বলে ৫টি চারের সাহায্যে ৫৬ করেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে দারুণ বল করা রুবেল হোসেন ও সৌম্য সরকার দুটি করে উইকেট লাভ করেন। এছাড়া মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ একটি করে উইকেট দখল করেন।

ইনজুরির কারণে শেষ মুহূর্তে বাংলাদেশ দল থেকে ছিটকে পড়েন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাই আসন্ন ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। এছাড়া সাকিব আল হাসান আছেন ছুটিতে। তবে আজ দলের সঙ্গে যোগ দেন বিজয়, মিঠুন, সাব্বির ও রুবেল।

আগামী ২৬ জুলাই প্রথম ম্যাচ খেলবে টাইগাররা। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ ও ৩১ জুলাই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত